
করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তুলে নেওয়া হচ্ছে।
আজ রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনার বিধিনিষেধ আর বাড়ানো হবে না। তবে, বিভিন্ন অনুষ্ঠানসহ যে যেখানেই যাক না কেন, মাস্ক পরতে হবে।
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এ ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ দুই সপ্তাহ বাড়ানো হয়। ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকার কথা জানায় সরকার। এ বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার তুলে নেওয়া হচ্ছে।