২৩৩ মিলিয়নে মেসিকে চায় ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক : গ্রহের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে দলে পাওয়ার আগ্রহ দীর্ঘদিন ধরেই দেখিয়ে আসছে ম্যানচেস্টার সিটি। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই না করায় মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনটি আবারো জোরালো হচ্ছে।

এক সময়ে বার্সেলোনার অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলাকে দলে ভিড়িয়েছে ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানসিটি। আরব ধনকুবেরদের হাতে পড়ায় ভালো মানের কোচ ও তারকা খেলোয়াড়দের দলে নিতে টাকা-কড়ির সমস্যা নেই সিটিজেনদের।

বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত থাকার কথা রয়েছে ম্যানচেস্টার সিটির। এ সময়ে মেসির বাই আউট ক্লজ ২৫০ মিলিয়ন ইউরো রয়েছে বলে জানিয়েছেন স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

গত জুলাই থেকে মেসিকে চুক্তি নবায়ন করার কথা বলে আসলেও এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না আর্জেন্টাইন তারকা। মেসি চুক্তি নবায়ন না করলেও এ সুযোগটি গ্রহণ করতে পারে ম্যানসিটি। মার্কা জানিয়েছে, ২৩৩ মিলিয়ন ইউরোতে ম্যানসিটি চাইতে পারে মেসিকে ।

বলা হয়ে থাকে, মেসির ক্যারিয়ারে বরাবরই মূখ্য ভূমিকায় ছিলেন গার্দিওলা। বার্সেলোনার প্রাক্তন এ কোচের অধীনের রাইট উইং থেকে ‘ফলস নাইন’ হয়ে উঠেছেন আজকের মেসি। ২০০৭-০৮ মৌসুমেও তার গোল ছিল ১৬। আর এরপরের মৌসুমে গার্দিওলা দায়িত্ব নেওয়ার পরই সেটা বেড়ে ৩৮ হয়ে যায়। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে।