নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৩৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ২০৩ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ১৫০ গ্রাম গাঁজা ও ৪৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে মামলা হয়েছে।