২৬ ফেব্রুয়ারি রায় হবে রাগীব আলীর প্রতারণা মামলার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতের মামলায় রাগীব আলীসহ ছয় আসামির বিরুদ্ধে আগামী ২৬ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হবে।

সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত বৃহস্পতিবার এ তারিখ ধার্য করা হয়েছে।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আগামী ২৬ ফেব্রুয়ারি রায়ের তারিখ ধার্য করেছেন। এ মামলায় ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত। বর্তমানে রাগীব আলী, আবদুল হাই, মোস্তাক মজিদ কারাগারে রয়েছেন। রুজিনা কাদির ও আবদুল কাদির পলাতক। এ ছাড়া পংকজ কুমার জামিনে রয়েছেন।

৪২২ দশমিক ৯৬ একর জায়গার ওপর তারাপুর চা বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। নব্বইয়ের দশকে জালিয়াতির মাধ্যমে এটি দখলে নেন রাগীব আলী। এ নিয়ে চলা মামলার পরিপ্রেক্ষিতে আদালতে একটি রিট পিটিশনের ভিত্তিতে গত বছরের ১৯ জানুয়ারি তারাপুরে রাগীব আলীর দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে রাগীব আলী গংদের বিরুদ্ধে ২০০৫ সালে করা মামলা দুটি সক্রিয় করার নির্দেশনাও দেন। পরে ১০ জুলাই পিবিআই মামলার চার্জশিট দাখিল করে।