পটুয়াখালী প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলা এলাকার বঙ্গোপসাগরে দুই জেলেকে পানিতে চুবিয়ে হত্যা করার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একজন দণ্ডিত হয়েছেন সাত বছর কারাদণ্ডে।
আজ সোমবার বেলা ১১টায় বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা গুলিশাখালী গ্রামের মো. রুস্তুম আলী হাওলাদার (৫০) ও একই গ্রামের মো. বাবুল মাঝি (৪৫)। একই গ্রামের মো, আবুল বাশার, মো. রিয়াজ গাজী, মো. খোকন মিয়া, মো. সেন্টু, ফজলু হাওলাদার, মো. খালেক মিয়া, মো. মনিরুল ইসলাম, মো. রহিম, মো. বাবুল, কুটি মিয়া, বাদল মিয়া ও মো. হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন মো. হাবিবুর রহমান।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি বরগুনা জেলার পাথরঘাটার উপকূল থেকে ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান ১৬ জেলে। এদের মধ্যে ওই আসামিরা ছিলেন। ট্রলারের জেলে আয়নাল (২৪) ও ফারুককে (৪০) পানিতে চুবিয়ে হত্যা করেন তারা।
ট্রলারে থাকা অন্য জেলেদের কাছে হত্যার বর্ণনা শুনে ওই বছরের ৬ মার্চ বরগুনা সদর থানায় ১৫ জনকে আসামি করে নিহত আয়নালের বড় ভাই মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বরগুনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আকতারুজ্জামান বাহাদুর। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল কান্তি দাস ও অ্যাডভোকেট কিছলু তালুকদার।