হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর নুর (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে মাধবপুরের রতনপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ট্রাকচালক আব্দুর নুর হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ার বাসিন্দা। তার লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জামাল উদ্দিন শাহীন দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ট্রাকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। হাইওয়ে পুলিশ বালুভর্তি ও এলপি গ্যাসভর্তি ট্রাক দুটিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, রতনপুরে শায়েস্তাগঞ্জ থেকে ঢাকাগামী বালুভর্তি ও বিপরীত থেকে আসা এলপি গ্যাসভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।