২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ঘোষণা করেছে সরকার। দিবসটি উদযাপনের জন্য এ সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন., ‘খাদ্য মন্ত্রণালয় প্রস্তাবটি উত্থাপন করে। ২ ফেব্রুয়ারি তারিখকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ঘোষণার প্রস্তাব “খ” ক্রমিকে অন্তর্ভুক্তি করে অনুমোদন দেওয়া হয়।’