
আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যালঘু ইয়াজিদি ধর্মীয় সম্প্রদায়ের ৩৬ জনকে ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে রক্ষা করা হয়েছে। উত্তর ইরাকের কুর্দি এলাকার দোহুকে জাতিসংঘ কেন্দ্রে তাদের রাখা হয়েছে।
এই ইয়াজিদিরা কোথা থেকে পালিয়ে এসেছে বা তাদের কোথায় বন্দি করে রাখা হয়েছিল, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি জাতিসংঘ। এমনকি তারা পালিয়ে এসেছে না তাদের মুক্ত করা হয়েছে তাও জানা যায়নি।
এই ৩৬ জন ইয়াজিদিদের মধ্যে রয়েছে পুরুষ, নারী ও শিশু। তারা আইএসের হাতে দাস হিসেবে বন্দি ছিল।
২০১৪ সালে আইএস সিনজার পর্বত এলাকা দখল করলে হাজারো ইয়াজিদিকে খুন ও বন্দি করে। ২০১৫ সালে কুর্দি পেশমার্গা বাহিনী ওই এলাকা পুনর্দখল করলেও এখনও অনেক ইয়াজিদি আইএসের হাতে দাস হয়ে আছে উত্তর ইরাকের অন্যান্য এলাকায়।
জাতিসংঘের মতে, এখনও দেড় হাজার নারী ও কিশোরী আইএসের হাতে বন্দি এবং দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার হচ্ছে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন