৩৬ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্কঃ ৩৬ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ব্রটিশ এয়ারওয়েজ (বিএ)। শ্রমিক ইউনিয়নের সঙ্গে একটি চুক্তির পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা। শিগগিরই এ ব্যাপারে ঘোষণা দেবে বিএ। বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
এ সিদ্ধান্তের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রু, প্রকৌশলী, সদরদপ্তরেফর কর্মচারীসহ প্রায় ৮০ শতাংশ কর্মীকে বরখাস্ত করবে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইনটি।
বিএর গ্যাটউইক এবং লন্ডন সিটি এয়ারপোর্টের কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে কারণ করোনা ভাইরাস সঙ্কট শেষ হওয়ার আগ পর্যন্ত এ দু’টি বিমানবন্দরে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে তারা।
সরকারের করোনা ভাইরাসে চাকরি হারানো কর্মীদের সহায়তা কর্মসূচির আওতায় এসব কর্মীরা তাদের বেতনের কিছু অংশ পেতে পারেন। তবে একজন কর্মী তার বেতনের ৮০ শতাংশ অর্থ এবং প্রতি মাসে সর্বাধিক আড়াই হাজার পাউন্ড পাবেন।