৩ দিনের রিমান্ডে সাতজন : আদনান হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যায় জড়িত অভিযোগে গ্রেফতার দুই কিশোর গ্রুপের দলনেতাসহ সাতজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শাহীন মিয়া আসামিদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন । আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া সাতজন হলেন- ডিসকো বয়েজের দলনেতা শাহরিয়ার বিন সাত্তার সেতু ওরফে রায়হান আহমেদ সেতু ওরফে ডিসকো সেতু , বিগবস গ্রুপের নেতা মো. আক্তারুজ্জামান ছোটন , জাহিদুল ইসলাম জুইস , শাহীনুর রহমান, সেলিম খান, ইব্রাহিম হোসেন ওরফে সানি ও মিজানুর রহমান সুমন ।

মঙ্গলবার রাতভর ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।