৪০০ কোটি রুপির সিনেমা

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এবং বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমার অভিনীত সিনেমা রোবট-টু বা ২.০। এরই মধ্যে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছে এটি।

এখন সিনেমাটির বাজেট আরো ৫০ কোটি বাড়িয়েছেন নির্মাতারা। বর্তমানে সিনেমাটির ব্যয়ের বাজেট দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লায়কা প্রোডাকশনের ক্রিয়েটিভ প্রধান রাজু মহালিঙ্গম ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমাটি নিয়ে মানুষের অনেক উৎসাহ দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি এর মান যেন হলিউড সিনেমাগুলোর মানের বরাবর হয়। আমরা এর খরচ বাড়িয়েছি সিনেমাটির ভিজ্যুয়াল বাড়ানোর জন্য।’

২.০ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজ এ ৬টি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এর সংখ্যা বাড়তেও পারে।

মহালিঙ্গম বলেন, ‘আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনাতে খোঁজ নিয়েছি। আমরা ভীষণ আনন্দিত কারণ সেখানেও সিনেমাটি নিয়ে কথা চলছে এবং আমাদের নতুন একটি বাজার পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘হিন্দি/তামিল/তেলেগু ভাষার সিনেমার মার্কেট হলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া। এ ছাড়াও অন্যান্য অঞ্চলের পরিবেশক যেমন-জার্মানি এবং অস্ট্রেলিয়ার ৩০০ প্রেক্ষাগৃহে আমাদের সিনেমা নিতে চাইছে। যেখানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমা এ দেশগুলোর মাত্র ৪০-৫০ প্রেক্ষাগৃহে চলে।’

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া-জাগানো অ্যাকশন সিনেমা রোবট।  তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরাম। এ সিনেমার সিক্যুয়েল রোবট-টু। এবার সিনেমাটির নামকরণ করা হয়েছে ২.০।  সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান।  আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।