৪০০ ট্রেড ইউনিয়নের নিবন্ধন দেওয়া হয়েছে

সচিবালয় প্রতিবেদক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনার পর থেকে এ পর্যন্ত ৪০০ ট্রেড ইউনিয়নের নিবন্ধন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৫ সালের পর ৩৫টি সেক্টরে শিশুশ্রম থাকবে না। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ইপিজেডগুলোর কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে পরিচালিত হয়। সেখানে ট্রেড ইউনিয়নের আদলে অন্য নামে শ্রমিকদের কল্যাণে সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘এ মুহূর্তে তৈরি পোশাকশিল্পে ৫৩২টি কারখানায় শ্রমিকদের কল্যাণে ট্রেড ইউনিয়নের আদলে উক্ত সংগঠনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সারা দেশে এর সংখ্যা সাড়ে সাত হাজারেরও বেশি।’

শ্রম আইন সংশোধনের প্রয়োজন নেই উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুসরণ করেই ২০১৩ সালে শ্রম আইন যুগোপযোগী করে সংশোধন করা হয়েছে। তাই নতুন করে এ আইন সংশোধনের আর প্রয়োজন নেই।’

তিনি আরো বলেন, ‘২০১৮ সালের পর বাংলাদেশে তৈরি পোশাকশিল্প খাতে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কোনো সহযোগিতার দরকার হবে না। আশা করছি এই সময়ের মধ্যে আমরা নিজেরাই দক্ষ হয়ে উঠব।’

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ১৭ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা ও শ্রম মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার এ সময় উপস্থিত ছিলেন।