
নিজস্ব প্রতিবেদক : পুলিশে কর্মরত ৪১৬ উপ-পরিদর্শককে (নিরস্ত্র, এসআই) পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত এই আদেশ জারি হয়। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে।