নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে এ বিষ উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের প্রধান উপকমিশনার মাসুদুর রহমান। তাৎক্ষণিকভাবে আটককৃত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে ধানমন্ডি এলাকায় এক ব্যক্তির কাছে অবৈধভাবে রাখা সাপের বিষ রয়েছে। এর ভিত্তিতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে বিষসহ তাকে আটক করা হয়।
উপকমিশনার মাসুদুর রহমান আরো বলেন, গোয়েন্দারা ধারণা করছেন আটককৃত ব্যক্তি বিষ চোরাচালানের সঙ্গে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।