ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে শেষ মুহূর্তে গোলের ড্রয়ে বেশ হতাশ হয়েছিল বার্সেলোনা ভক্তরা। তবে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগে মনশেনগ্লাডবাখের বিপক্ষে তাদের আবারও উচ্ছ্বাসে ভাসিয়েছে কাতালান ক্লাবটির খেলোয়াড়রা।
চেনা মাঠে বার্সেলোনার হয়ে গতকাল রাতে গোল উৎসব করেছিলেন আরদা তুরান। তার দুর্দান্ত হ্যাটট্রিক আর মেসির এক গোলে ৪-০ ব্যবধানে মনশেনগ্লাডবাখকে হারিয়েছে বার্সেলোনা। আর এ জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের লড়াই শেষ করেছে বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলস্কোরের রেকর্ড ভাঙতে মেসির হ্যাটট্রিকের বিকল্প ছিল না। ম্যাচের শুরুতে ১৬ মিনিটে তুরানের পাসে বার্সাকে লিড এনে দিয়ে সেরকম ইঙ্গিতই দেন আর্জেন্টাইন তারকা। কিন্তু ম্যাচের বাকি তিনটি গোল সেই তুরানই করলেন।
বিশ্রাম শেষে ম্যাচের ৫০ মিনিটে নিজের প্রথম গোলটি করেন তুরান। এর তিন মিনিটেই দলের ব্যবধান ৩-০ করেন স্প্যানিশ এ তারকা। এরপর ম্যাচের ৬৭ মিনিটে হ্যাটট্রিক উল্লাসে মাতেন ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই মাঠ ছাড়ে বার্সেলোনা।
এ জয়ের ফলে গ্রুপ ‘সি’তে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের এ তালিকায় সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচ ব্যবধানে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থানে রয়েছে মনশেনগ্লাডবাখ।