৫২ রানে ৯ উইকেট হ্যাডলির

ক্রীড়া ডেস্ক : আশির দশকের চার গ্রেট অলরাউন্ডারের একজন রিচার্ড হ্যাডলি। ১৯৮৫ সালের আজকের দিনেই তিনি ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছিলেন। ৫২ রানে নিয়েছিলেন ৯ উইকেট। যেটি নিউজিল্যান্ডের সেরা বোলিংয়ের রেকর্ড হিসেবে টিকে আছে বছরের পর বছর।

সেদিন জিম লেকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইনিংসের ১০ উইকেটই পেতে পারতেন হ্যাডলি। অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেট নিয়েছিলেন তিনি। এরপরই দিয়েছিলেন নিঃস্বার্থতার চূড়ান্ত এক উদাহরণ। জিওফ লসনের রানিং ক্যাচ নিয়ে অভিষিক্ত ভন ব্রাউনকে উপহার দিয়েছিলেন প্রথম টেস্ট উইকেট।

১০ উইকেট না পেলেও ইনিংসের সব উইকেটের সঙ্গেই নিজের নাম জড়িয়ে রেখেছিলেন হ্যাডলি। প্রথম ইনিংসে ৫২ রানে ৯ আর ম্যাচে ১২৩ রানে ১৫ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের সর্বকালের সেরা এই অলরাউন্ডার। সিরিজের প্রথম টেস্ট নিউজিল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪১ রান। তিন ম্যাচের সিরিজে হ্যাডলি নিয়েছিলেন মোট ৩৩ উইকেট!

তথ্যসূত্র : ক্রিকইনফো।