৫ উইকেটে ৩৭৮ রান করেছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: ওয়ার্নারের সেঞ্চুরি ও মিচেল মার্শেরঝোড়ো ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৩৭৮ রান করেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ওয়ার্নার ১১৫ বলে ১১৯ রান করেছেন। এছাড়া মিচেল মার্শ ৪০ বলে করেছেন ৭৬ রান।

ক্যানবেরার মানুকা ওভালে আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট পর ম্যাচ শুরু হয়। কিউইদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ১৯ রানে স্যান্টনারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। এরপর দ্বিতীয় উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।

এ সময়ে ডেভিড ওয়ার্নার ক্যারিয়ারের ১৭তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। পাশাপাশি এক বছরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের হয়ে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরির রেকর্ডও গড়েন। এর আগে পন্টিং ২০০৩ ও ২০০৭ সালে এবং ম্যাথু হেইডেন ২০০৭ সালে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেছিলেন। ১১৫ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১১৯ রানের ইনিংস সাজানোর পর গ্রান্ডহোমের বলে উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ওয়ার্নার। ওয়ার্নারের বিদায়ের পর টিম সাউদি দলীয় ২৪৮ রানে ফিরিয়ে দেন স্টিভেন স্মিথকে (৭২)।

দ্রুত উইকেট হারানোর পর মিচেল মার্শ ও ত্রাভিস হেডেরদৃঢ়তায় ঘুরে দাঁড়ায়অসিরা। ৪১ বলে এ দুই ব্যাটসম্যান ৭১ রান করেন। হেড ৩২ বলে ৫৭ রানে ফিরে গেলেও মার্শ শেষ পর্যন্ত টিকে ছিলেন। দলের রান চূড়ায় নিতে শেষ ওভারে ৩টি ছক্কা হাঁকাশ মার্শ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া শেষ ১০ ওভারে ১২৬ রান তুলে দলের রান ৩৭৮ এ নিয়ে যায়, যা মানুকা ওভালে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ৪ উইকেটে করেছিল ৪১৪ রান।

বল হাতে টিম সাউদি ৬৩ রানে নেন ২ উইকেট।

প্রথম ওয়ানডেতে ৩২৪ রানের লক্ষ্যে নিউ জিল্যান্ড ২৫৬ রানের বেশি করতে পারেনি। ৬৮ রানের জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আজ জিতলেই সিরিজ নিশ্চিত অসিদের।