৫ জেলায় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক : চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করেছে সরকার। এ সময় কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

তিনি জানান, দুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের ৪৮৩ মেডিক্যাল টিম সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছে।

মন্ত্রী বলেন, ‘অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঘটনায় সেনাসদস্যসহ নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আহতদের চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না হয়, এই নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা অন্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘এ মুহূর্তে মানুষদের বাঁচাতে হবে। এ কাজটিই আমরা করছি। পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে। আরো মজুদ রয়েছে। বিভাগীয় পর্যায়ে ও মন্ত্রণালয় থেকে কন্ট্রোল রুম চালু রয়েছে। আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।’

তিনি বলেন, পাহাড়ধসের ঘটনার সঙ্গে সঙ্গে এসব এলাকার হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসাসামগ্রী সরবরাহের পাশাপাশি প্রস্তুত করা আছে। প্রত্যেক আহতকে হাসপাতালে চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।’

`স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান সাহেব ও স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি এনায়েত সাহেব বুধবার চট্টগ্রাম যাচ্ছেন। তারা সেখানে অবস্থান করবেন। তাদের কাছে যে কোনো সাহায্য-সহযোগিতা পাবেন সেখানকার কর্মকর্তারা’- জানান মন্ত্রী।

মাইকিং করার পরও বাড়িঘর ছাড়তে ওইসব এলাকার মানুষ অনিহা প্রকাশ করেছেন বলেও জানান মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, দু’তিন দিন ধরে মানুষকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে কিন্তু মানুষ যেতে চায় না। অনেকে আছে শ্রমজীবী ও নিরীহ মানুষ, তারা বাড়িঘর ছেড়ে যেতে চায় না। ওখানে থাকা লোকজন সরিয়ে নেওয়ার জন্য আমাদের প্রশাসনের তৎপরতা ছিল।’

এ সময় মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাহাড়ধসের ঘটনায় মাঠপর্যায়ের পরিস্থিতি ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের কর্মকাণ্ডের খোঁজ নেন। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম পরিচালক এ এম মুজিবুল হক। এ সময় তিনি জেলা পর্যায়ে সিভিল সার্জনদের সঙ্গেও কথা বলেন এবং পরিস্থিতি জানিয়ে যে কোনো সমস্যার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগের নির্দেশনা দেন।

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) এ এম মজিবুল হক মন্ত্রীকে জানান, স্বাস্থ্য বিভাগের ৪৮৩ মেডিক্যাল টিম দুর্গত এলাকায় সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছে। তার মধ্যে চট্টগ্রামে ২৮৪, বান্দরবানে ৪১, রাঙ্গামাটিতে ৬০, কক্সবাজারে ৮৮ ও খাগড়াছড়িতে ১০টি মেডিক্যাল টিম কাজ করছে।

হতাহতের সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে তিনি আরো জানান, পাহাড় ধসে মোট ১২০ জন নিহত, ছয়জন নিখোঁজ ও  ১১৩ জন আহত হয়েছেন। তার মধ্যে চট্টগ্রামে ৩৫, রাঙ্গামাটিতে ৭৭, বান্দরবানে ৬ ও  কক্সবাজারে দুজন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৭, রাঙ্গামাটিতে ৯৮, বান্দরবানে ৫, কক্সবাজারে ১০ ও খাগড়াছড়িতে তিনজন আহত হন বলেও জানান মুজিবুল হক।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, ‘স্বাস্থ্য সেবা’ বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।