নিজস্ব প্রতিবেদক : কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, আটক করার ৫ বছর পরও দেশের বিভিন্ন কারাগারের ৪৯২ জন বন্দির বিচার প্রক্রিয়া শুরু হয়নি।
বৃহস্পতিবার কারা অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক এ তথ্য জানান।
বিনা বিচারে কতজন কারাগারে রয়েছেন এই প্রশ্নের জবাবে ইফতেখার উদ্দীন বলেন, বিনা বিচারে বলা যাবে না, কারণ সবারই বিচার প্রক্রিয়া চলছে। বলা যায়, বিলম্বিত বিচার প্রক্রিয়া। বিভিন্ন কারণে তাদের বিচার প্রক্রিয়া আটকে আছে। আমাদের হিসাব অনুযায়ী, দেশজুড়ে সকল কারাগারে ৪৯২ জন বন্দি আছে যাদের ৫ বছরেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আর ১০ বছরেও বিচার প্রক্রিয়া শেষ হয়নি এমন বন্দি আছে ১০ থেকে ১২ জন।
কারা অধিদপ্তর সূত্র জানায়, দেশের ৬৮টি কারাগারে ধারণ ক্ষমতা রয়েছে ৩৬ হাজার ৬১৪ জন বন্দির। এর মধ্যে পুরুষ বন্দির ধারণ ক্ষমতা ৩৪ হাজার ৯৪০ জন ও নারী ১ হাজার ৬৭৪ জন। এদের বিপরীতে মোট বন্দি রয়েছে ৭৬ হাজার ৭৬৮ জন।
কারাগারে বন্দিদের মধ্যে মানসিক রোগে আক্রান্ত ৫৩৭ জন, মাদকাসক্ত ৭ হাজার ১৩৫ জন, মায়ের সঙ্গে থাকা শিশু রয়েছে ২৭৮ জন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরুর প্রসঙ্গে তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ জঙ্গিদের স্থানান্তর বিপদজনক কথাটি মাথায় রেখে তাদের বিচারিক প্রক্রিয়া পরিচালনার জন্য ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু করা হচ্ছে। বিষয়টি আইন মন্ত্রণালয় থেকে তদারকি করা হচ্ছে। ঠিক কবে থেকে ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু হবে সেটা আইন মন্ত্রণালয় জানে। তবে পাইলট প্রকল্প হিসেবে কাশিমপুর কারাগার ও কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার এবং নিম্ন ও উচ্চ আদালত রুম নির্ধারণ করে রাখা হয়েছে। দ্রুত এটি চালু হবে বলে আশা করা যাচ্ছে।