
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের রোহিঙ্গা বহনকারী ছয়টি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত টেকনাফের নাফ নদীর চারটি পয়েন্ট দিয়ে এসব নৌকা ফিরিয়ে দেওয়া হয়।
টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে প্রতিদিন রাতে ছোট ছোট নৌকা নিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু সীমান্তে কঠোর অবস্থানের কারণে রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে পারছে না। শুক্রবারও ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়। ফেরত যাওয়া প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।
উল্লেখ্য, গত একমাসে নাফ নদী থেকে প্রায় দুই হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।