৬ হাজার রানের মাইলফলক তামিমের

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে আজ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক ছাড়িয়ে গেছেন দেশসেরা এ ওপেনার।

মিরপুর শেরে-ই-বাংলায় আজ জিম্বাবুয়ের বিপক্ষ মাঠে নামার আগে ৬ হাজার রানের মাইলফলক থেকে ৬৬ রান দূরে ছিলেন তামিম। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় আজ ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি। আজ ইনিংসের ৩৫তম ওভারে গ্রায়েম ক্রেমারের করা প্রথম বলে মুশফিকের সঙ্গে একবার প্রান্ত বদল করে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তামিম। ওয়ানডেতে এ মাইলফলকে আসতে ১৭৭ ম্যাচ খেলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডেতে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে আজ দুটি মাইফলকের সামনে ছিলেন তামিম। প্রথমটি নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হতে ৪২ রান প্রয়োজন ছিল তামিমের। এরপর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক। জিম্বাবুয়ের বিপক্ষে আজ ব্যাট করতে নেমে দুটি মাইলফলকই ছাড়িয়ে গেলেন বাঁহাতি এ ওপেনার। আজ ৯৫ বল খেলে ৫টি চারে ৬৬* রান নিয়ে মাইলফলকে পৌঁছান তামিম।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তামিম। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড জয়ের দিন সমান ৮৪ রানে আউট হয়েছেন তিনি। আজ জিম্বাবুয়ের বিপক্ষেও ধারাবাহিক পারফরম্যান্সে দলকে বড় সংগ্রহ এনে দিতেও ভূমিকা রাখছেন নির্ভরযোগ্য এ ওপেনার।