৭০ বছরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই

আন্তর্জাতিক ডেস্ক : আজ থেকে ৭০ বছর আগে ১৯৪৭ সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর দেশটির সরকার পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা হয়।

পাকিস্তানে প্রধানমন্ত্রীর মেয়াদ পাঁচ বছর। এ সময়ে সরকার ও মন্ত্রিসভার নেতৃত্ব থাকে প্রধানমন্ত্রীর হাতে। কিন্তু দুঃখের বিষয় নানা কারণে বিশেষ করে বারবার সামরিক অভ্যুত্থানের কারণে ৭০ বছরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই ক্ষমতার পূর্ণ পাঁচ বছর মেয়াদ শেষ করতে পারেননি।

নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও বিদায় নিতে হলো সেই অপূর্ণতার মধ্য দিয়ে। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী পদে তাকে অযোগ্য ঘোষণা করলে তিনি পদত্যাগ করেন। ২০১৩ সালে সরকার গঠন করে চার বছর প্রধানমন্ত্রীত্ব করেন তিনি। এর আগে পাকিস্তান পিপল’স পার্টির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার জন্য তিন বছরের মাথায় প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। ফলে এক্ষেত্রে পাকিস্তানের ঐতিহাসিক অপূর্ণতা থেকেই গেল।

১৯৪৭ সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান। তবে তিনি নির্বাচিত ছিলেন না। তৎকালীন গভর্নর জেনারেল তাকে এ পদে নিয়োগ দেন। ১৯৫১ সালে আততায়ীর হাতে মৃত্যু হয় তার। এরপর ১৯৫১ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ছয়জন প্রধানমন্ত্রী ছিলেন। স্বৈরশাসক জেনারেল আয়ুব খান রাষ্ট্র ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করেন।

১৯৬৯ সালে আয়ুব খানের পতনের পর প্রেসিডেন্ট হন আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। তিনি আবার প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করেন। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) পুরোপুরি স্বাধীন হওয়ার ৯ দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান নুরুল আমিন। ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিজয় অর্জন করার পর মাত্র ১৩ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে নতুন সংবিধানের অধীনে সংসদীয় গণতন্ত্রে ফেরে পাকিস্তান। সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি হয়। সে বছর দেশটির প্রধানমন্ত্রী হন জুলফিকার ভুট্টো। চার বছর পার করতে না করতেই তাকে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে মার্শাল ল জারি করেন জেনারেল মোহাম্মদ জিয়া-উল হক। ১৯৮৫ সালে জেনারেল জিয়া-উল হকই আবার প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করে সেখানে মোহাম্মদ খান জুনেজোকে বসান। পাকিস্তান সংবিধানের অষ্টম সংশোধনী বলে ১৯৮৮ সালে প্রধানমন্ত্রিত্ব হারান জুনেজো।

১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অসম্পূর্ণ দুই মেয়াদ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো ও নওয়াজ শরিফ। ১৯৮৮-১৯৯০ সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন বেনজরি ভুট্টো। দুর্নীতির অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করেন প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন তিনি। সামরিক বাহিনীর যোগসাজশে তৎকালীন প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেগারি তাকে ক্ষমতাচ্যুত করেন।

নওয়াজ শরিফ প্রথম মেয়াদে ১৯৯০-১৯৯৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। দুর্নীতির অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করা হলেও সুপ্রিম কোর্টে মামলায় জিতে তিনি আবার প্রধানমন্ত্রিত্ব ফিরে পান। কিন্তু কিছু দিন পরেই পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন দেন। ১৯৯৭ সালে আবার প্রধানমন্ত্রী হন নওয়াজ শরিফ। কিন্তু ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করেন জেনারেল পারভেজ মোশাররফ।

২০০২ সালে জাফরুল্লাহ খান জামালিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন স্বৈরশাসক মোশাররফ। ২০০৪ সালে পদত্যাগ করেন তিনি। মোশাররফের আমলে সুজাত হুসাইন ও শওকত আজিজও স্বল্প মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ইউসুফ রাজা গিলানি এবং আদালত তাকে অযোগ্য ঘোষণা করলে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন রাজা পারভেজ আশরাফ। ২০১৩ সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নওয়াজ শরিফ। কিন্তু পুর্বের মতো এবং পূর্বসূরিদের মতো ক্ষমতার পাঁচ বছর শেষ না করেই তাকে বিদায় নিতে হলো। পাকিস্তান কি কোনো দিন পূর্ণতার ইতিহাসে নাম লেখাতে পারবে না?

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে যাদের নাম এসেছে, তাদের বাইরেও কয়েকজন অনির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ক্রান্তিকালীন, অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন তারা। নওয়াজ শরিফসহ পাকিস্তানে মোট ২৬ জন প্রধানমন্ত্রী এসেছেন।