নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আগামী ৭ ফেব্রুয়ারি সাক্ষাৎ করবেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন।
বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আসাদুজ্জামান জানান, এর আগে নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইলে আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনার সাক্ষাতে অংশগ্রহণ করবেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এখনো নির্ধারণ হয়নি।
তিনি জানান, কমিশন সাক্ষাতের সময় নিজেদের গত পাঁচ বছরের কর্মকাণ্ডের অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরবেন।