৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সেটি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণ

সংসদ প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সেটি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণ।’

মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘আজকের দিনটি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের ৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়ে নিরস্ত্র বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন। নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করেছিলেন।’

তিনি আরো বলেন, ‘সেই ১২০৮টি শব্দ এবং ১৯ মিনিটের বক্তব্য। পিনপতন নিরবতার মধ্যে তিনি বক্তব্য দিয়ে গেলেন। কী সুন্দর বিচক্ষণ বক্তব্য। ৭ মার্চের ভাষণ যতবার উচ্চারিত হয়েছে, পৃথিবীর কোনো ভাষণ এতবার উচ্চারিত হয়নি।’