বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : একটি জাপানি নারী প্রমাণ করে দেখিয়েছেন, বয়স আসলেই শুধু একটি সংখ্য মাত্র। ৮১ বছর বয়সে অভিজাত স্মার্টফোন আইফোনের অ্যাপ তৈরি করে বিশ্বকে অবাক করে দিয়েছেন তিনি।
এ বয়সে এসে অ্যাপ তৈরির মতো অভিনব এই ঘটনা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।
৮১ বছর বয়সী মাসাকো ওয়াকামিয়ার নামক এই নারী তার জীবনে কম্পিউারের সঙ্গে পরিচিত হোন ৬০ বছর বয়সে। এরপর প্রযুক্তির সঙ্গে আরো পরিচিত হতে যোগ দেন অনলাইন একটি কম্পিউটার ক্লাবে। এক্সেল আর্ট শিখে তিনি পরবর্তীতে নানা ধরনের বিনোদনমূলক ডিজিটাল আর্টে দক্ষ হয়ে ওঠেন। এবং বিশ্বে প্রথমবারের মতো সবচেয়ে বেশি বয়সে অ্যাপ ডেভেলপার হয়ে চমক সৃষ্টি করেছেন।
জাপানের একটি ব্যাংকের কর্মকর্তা হিসেবে ৪৩ বছর চাকরি করা মাসাকো ওয়াকামিয়া জীবনের শেষ ধাপে কম্পিউটার শিখে সেই শিক্ষাটাকে কাজে লাগানোর অনন্য উদাহরণ তৈরি করেছেন। এ সাফল্যের পর তিনি এখন বয়স্কদের প্রযুক্তিভীতি দূর করতে প্রযুক্তি প্রচারক হিসেবে কাজ করছেন।