৮ ফেব্রুয়ারি শক্তি দেখাতে মাঠে নামতে চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সোমবার দুপুরে রাজধানীতে দলের এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ হুমকি দেন। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে ৮ ফেব্রুয়ারি শক্তি দেখাতে মাঠে নামতে চায় বিএনপি। সেই শক্তি পরীক্ষায় দলটির দায়িত্বশীল নেতারা রাজপথে না নামলে বাসায় গিয়ে তাদের হাতে চুড়ি পরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়কে সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এ সাংগঠনিক সভা হয় নয়াপল্টনে দলটির মহানগর কার্যালয় ‘ভাসানী ভবনে’।

সভায় ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল মহানগর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সামনের আন্দোলন সকল অপশক্তির বিরুদ্ধে আন্দোলন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের আন্দোলন, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রীর বিরুদ্ধে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র মোকাবিলার আন্দোলন। সেজন্য এবার সবাই মাঠে নামার প্রস্তুতি নিন, দেখা হবে রাজপথে। কত শক্তি আছে তাদের, দেখব আমরা।’

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির মহানগর শাখা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ৮ ফেব্রুয়ারি দলের সব কেন্দ্রীয় নেতাদের মাঠে নামার দাবি জানান।

তারা বলেন, ‘সম্মান রেখে আমরা বলতে চাই, কেন্দ্রীয় নেতারা যারা সেদিন রাস্তায় নামবেন না, পরের দিন তাদের বাসায় গিয়ে আমরা চুড়ি পরিয়ে দেব। আমরা এবার দলের সিনিয়র নেতাদের রাস্তায় দেখতে চাই।’

ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশীদ হাবিব, তানভীর আহমেদ রবিন, রফিকুল ইসলাম রবিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের গোলাম মাওলা শাহিন, মহিলা দলের রাজিয়া আলীম, স্বেচ্ছাসেবক দল ঢাকা দক্ষিণের এস এম জিলানী, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।