৯/১১ হামলার ১৬ বছর পর ওই হামলায় নিহত এক ব্যক্তির পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ১৬ বছর পর ওই হামলায় নিহত এক ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় ২ হাজার ৭৫৩ জন নিহত হয়। নিহতদের মধ্যে এ পর্যন্ত পরিচয় শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪০ জনের। আর নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তি হলেন এই হিসাবের ১৬৪১তম।

নতুন ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে ১৬ বছর পর পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তির নাম প্রকাশ না করতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে তার পরিবার। তবে এতটুকু বলা হয়েছে, তিনি ছিলেন পুরুষ।

সোমবার নতুন শনাক্ত হওয়া ব্যক্তির বিষয়ে ঘোষণা দেওয়ার প্রায় দুই বছর আগে শেষবার ৯/১১ হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয় ডিএনএ পরীক্ষা মাধ্যমে। তা ছিল ২০১৫ সালের মার্চ মাসের ঘটনা।

২০০১ সালে সংগৃহীত ডিএনএ নমুনা পরীক্ষা করে সবশেষ এই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে নিউ ইয়র্ক নগরীর প্রধান মেডিক্যাল পরীক্ষকের কার্যালয়। তবে ওই হামলায় নিহত ১ হাজার ১১২ জনের পরিচয় আজো শনাক্ত হয়নি।

ওই দিন নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসীরা দুটি বিমান নিয়ে হামলা চালায়। ভার্জিনিয়ায় পেন্টাগনে একটি এবং পেনসিলভানিয়ায় আরেকটি বিমান নিয়ে হামলা চালানো হয়। এসব হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। এটিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে তাদের দেশে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন