৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকা ও রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে বগি লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকা ও রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহে স্টেশনে ঢোকার আগে একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর শুধু আপ লাইন চালু রাখা হয়েছিল। লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।