রাজধানী‌তে আ.লীগের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ

সারা দেশে কোভিড গণসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী‌তে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ ক‌রে‌ছে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটি।

আজ বুধবার রাজধানীর খিলগাঁও তালতলায় সিটি করপোরেশন মার্কেট এলাকায় এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সাধা‌রণ মানু‌ষের মধ্যে পাঁচ হাজার মাস্ক, ৫০০ স্যানিটাইজার ও এক হাজার সাবান বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের নি‌র্দেশনায় সুরক্ষাসামগ্রী বিতর‌ণের এই কার্যক্রমের উদ্বোধন ক‌রেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

অনুষ্ঠা‌নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য ডা. মোতাহার হোসেন চৌধুরী রতন। বিশেষ অতিথি হি‌সে‌বে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ডা. আসাদুজ্জামান খান রিন্টু, ২৩ নম্বর ওয়ার্ডের ক‌মি‌শনার শাখাওয়াত হোসেন শওকত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস‌্য ডা. মুশফিকুর রহমান জাহাঙ্গীর, ডা. মো. জহিরুল ইসলাম (লিটন), ডা. শান্ত প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।