
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ মৃত্যু বা অক্ষমতাজনিত কল্যাণ অনুদানের অর্থ ছাড়ের জন্য তথ্য আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে এ আহ্বান জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘বেসামরিক প্রশাসনের চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মৃত্যুবরণ অথবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত) অনুযায়ী কল্যাণ অনুদানের অর্থ ছাড়করণের লক্ষ্যে সংযুক্ত ছকে প্রয়োজনীয় তথ্য (হার্ডকপি ও নিম্নোক্ত ই-মেইলে সফটকপি) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
ছকে প্রথমে মৃত কর্মচারীর সর্বশেষ কর্মরত অফিসের নাম, যে স্মারকে ওই অফিস থেকে আবেদন অগ্রায়ন করা হয়েছে তার নম্বর ও তারিখ দিতে বলা হয়েছে। এরপর আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, পূর্ণ ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বরসহ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে বলা হয়েছে।
এরপর পর্যায়ক্রমে ছকে মৃত বা অক্ষম কর্মচারীর নাম, পিতার নাম, মাতার নাম, পদবি, অফিস ও জাতীয় পরিচয়পত্র নম্বর, মৃত বা অক্ষম কর্মচারীর জন্ম, যোগদান ও মৃত্যুর তারিখ, অনুদানের পরিমাণ এবং সর্বশেষ মৃত বা অক্ষম কর্মচারীর জন্ম তারিখ অনুযায়ী বয়সের তথ্য দিতে বলা হয়েছে।