নিজস্ব প্রতিবেদক : রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন।
মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ তাঁতীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে তার (হাসিনা) যে অবদান তা বলে শেষ করা যাবে না। জঙ্গিবাদ নির্মূলে তিনি বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে আছেন। বর্ণাঢ্য কর্মময় জীবনের স্বীকৃতিস্বরূপ তিনি যে আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার পয়েছেন সেটাই প্রমাণ করে বিশ্বে তার অবস্থান কি।
রেলমন্ত্রী বলেন, শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। অব্যাহত থাকবে দেশের প্রগতি ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
শেখ হাসিনার জন্মদিনে শ্রদ্ধা, ভালোবাসা ও অভিবাদন জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
তাঁতীলীগের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. এম এ আজীজ উপস্থিত ছিলেন।
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন হলেও একদিন আগেই মঙ্গলবার সভা শেষে কেক কাটা হয় এবং শিল্পকলা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।