অক্সিজেনের অভাব, হুমকির মুখে দেশের স্বাস্থ্য খাত

লড়াইটা বেঁচে থাকার। মুক্ত বাতাসে যখন শ্বাস নেওয়ার সক্ষমতা হারায় ফুসফুস, তখন নল ঝুলে নাকে। মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে বেঁচে থাকার একমাত্র ভরসা কৃত্রিম অক্সিজেন সরবরাহ। করোনায় এ দৃশ্য এখন চিরচেনা। যারা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন, তাদের শতভাগই ভুগছেন শ্বাসকষ্টে। কেউ অক্সিজেনসহ চিকিৎসা পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। দেশে আগের চেয়ে ১০ গুণ বেড়েছে করোনা রোগীর জন্য অক্সিজেনের চাহিদা। প্রতিদিন ১৫০ টন করে অক্সিজেন প্রয়োজন হলেও ঘাটতি থাকছে অর্ধেকের বেশি। জীবন রক্ষাকারী অক্সিজেনের অভাবে মারাত্মক হুমকির মুখে স্বাস্থ্যসেবা খাত।

এ অবস্থায় শিল্প খাতে অক্সিজেনের ব্যবহার কমিয়ে সেটা হাসপাতালে দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। আর ভারত থেকে আমদানির পাশাপাশি দেশের ৮ বিভাগে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের নতুন পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলছেন, কারও কোনো খবর রাখে না কেউ। একটা রোগী ভর্তির পর বেঁচে আছেন না মারা গেছে সেটা দেখারও কেউ নেই।

দেশে বর্তমানে দৈনিক চাহিদা ১৮০ টন অক্সিজেন, দ্রুত চাহিদা বাড়ায় ঘাটতি থাকছে প্রায় অর্ধেক। বর্তমানে ৭৩টি হাসপাতালে আছে অক্সিজেন লাইন। বাকি হাসপাতাল পরিচালকের কাছে চাহিদাপত্র চাওয়া হয়েছে। সরকারি বাজেট পেলে হবে ৮ বিভাগে নতুন প্ল্যান্ট স্থাপন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের দেশে যে কয়টা প্রতিষ্ঠান আছে তারা শতভাগ ধারণক্ষমতায় চলছে তারপরও কুল পাচ্ছে না। আমরা তাদের অ্যালাউ করছি ইন্ডিয়া থেকে ইনপুট করার জন্য। নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট প্রতিটি বিভাগে বসানোর জন্য আমরা চেষ্টা করব।