অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বাড়িতে

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা বিপর্যস্ত ভারতের অনেক রাজ্য। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে অনেক করোনা আক্রান্ত রোগী। এবার অক্সিজেনের জন্য ‘অক্সিজেন কনসেনট্রেটর ব্যাংক’ চালুর ঘোষণা দিয়েছেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এর সাথে আরো বলেন, প্রয়োজনে অক্সিজেন ‘হোম ডেলিভারি’র ব্যবস্থাও করা হবে।

মূখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, অনেক রোগী হওয়ার কারণে শয্যা অভাবে পাওয়া যাচ্ছে অসুস্থ রোগীর জন্য আইসিইউ পাচ্ছেন না। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন অনেক রোগী। এমন পরিস্থিতি অক্সিজেনের চাহিদা পূরণের জন্য গঠন করা হবে ‘অক্সিজেন কনসেনট্রেটর ব্যাংক’ ।

দিল্লির মখ্যমন্ত্রী জানান, দিল্লির প্রতিটি জেলায় এই ব্যাংক তৈরি হবে। প্রতিটি ব্যাংকে ২০০টি করে অক্সিজেন কনসেনট্রেটর রাখা হবে। পাশাপাশি, বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

আম আদমি পার্টির নেতা আরও বলেন, ‘দুই ঘণ্টার মধ্যে রোগীর বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া হবে।’ যেসব কোভিড রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তারাও প্রয়োজনে দিল্লি সরকারের এই পরিষেবা পাবেন বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

অক্সিজেন কনসেনট্রেটর মূলত বাতাস টেনে নিয়ে তার মধ্য থেকে অক্সিজেন ছাড়া অন্য গ্যাসগুলো বের করে দেয়। জমা হওয়া অক্সিজেন নলের মাধ্যমে রোগীরা গ্রহণ করতে পারেন। অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির মধ্যে রোগীদের প্রাণরক্ষার ব্যবস্থা করতে পারে এই যন্ত্র।

প্রসঙ্গত, দ্বিতীয় দফায় করোনার প্রকোপে ভারতে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা রাজধানী অঞ্চল দিল্লির। রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর ফলে দিল্লি ভয়াবহ এক সংকটের মুখে পড়ে। অনেকে হাসপাতালে শয্যা আর অক্সিজেন না পেয়ে প্রাণ হারান। তার পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ।