নিজস্ব প্রতিবেদক : ঋণ দেওয়ার মাধ্যমে ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার পাবনা শহর থকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। দুদক পরিচালক আজিজ ভূইয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলার ইশ্বরদীর পাকশী শাখার ম্যানেজার কাউসার আলী মিয়া, ওই শাখার প্রাক্তন ম্যানেজার মোশাররফ হোসেন ও মো. আফসার আলী, ক্যাশিয়ার নুরুল ইসলাম এবং মো. রমযান আলী। আসামিদের বিরুদ্ধে বুধবার পাকশী থানায় মামলা করা হয়।