অচেনা সাইফ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খান। বর্তমানে স্ত্রী কারিনা কাপুর ও ছেলে তৈমুর আলী খানকে নিয়ে রাজস্থানে অবস্থান করছেন এ অভিনেতা। সেখানে নবদীপ সিংয়ের পরবর্তী সিনেমার শুটিং করছেন তিনি। সিনেমার গল্পে সম্পূর্ণ অচেনা লুকে হাজির হয়েছেন সাইফ।

সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়েছে সিনেমাটির শুটিংয়ের স্থিরচিত্র। সেখানে দেখা যায়, সাইফের লম্বা দাড়ি ও চুল। পুরোনো লাল শার্ট ও সাদা ধুতি পরা এবং মাথায় ব্যানডানা। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। তবে নাম কাপ্তান রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে। রাজস্থানের দেসুরি নামের একটি গ্রামে সিনেমাটির শুটিং করছেন সাইফ। এতে আরো অভিনয় করছেন সোনাক্ষী সিনহা এবং রঙ্গনাথন মাধবন।

এদিকে খুব শিগগির ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করছেন সাইফ। স্যাকরেড গেমস নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্তে। এটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানি।