অজ্ঞান পার্টির ছোবল চেতনা নাশক দ্রব্য খাইয়ে শিশুর মৃত্যু, অসুস্থ-১১জন

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকে: রসমালাইয়ের সাথে চেতনা নাশক দ্রব্য খেয়ে তিন মাস বয়সী এক শিশু মৃত্যু হয়েছে এবং একই পরিবারের নারী-পুরুষসহ ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত শিশু লামিয়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা গ্রামের আব্দুল্লাহর মেয়ে। শিশুটির মৃত্যুতে এলাকায় এক হৃদয় বিদারক মুর্হুত্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও পরিবার সূত্রে, আতœীয়তার সূত্র ধরে সোমবার রাতে নাম পরিচয় গোপন রেখে এক ব্যক্তি তার স্ত্রী সন্তানসহ ফল ও রসমলাই নিয়ে উপজেলা শিমুলতলা গ্রামের বাসিন্দা ভাড়ায় মোটরসাইকেল চালক আবুল হাশেমের বাড়িতে বেড়াতে আসেন এবং রাতে তারা হাশেমের বাড়িতে থাকবেন বলে জানান। রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষ করে ওই ব্যক্তি ও তার স্ত্রী সবাইকে রসমলাই খাওয়ান। রাতে বাড়ির সবাই অজ্ঞান হয়ে পড়লে কোন এক সময় বাড়ি থেকে টাকা পয়সাসহ জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যান। সকাল ৯ টার সময় প্রতিবেশির ডাক চিৎকারে তাদের ঘুম ভাঙ্গে। অসুস্থতার কারণে তারা বিছানা থেকে উঠতে না পারায় প্রতিবেশির্ াতাদেরকে উদ্ধার করে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এসময় হাশেমের নাতনি লামিয়া নামের তিন মাসের শিশুটির মৃত্যু হয়। পুলিশ শিশুটি লাশ উদ্ধার করে ময়তদন্তের জন্য শেরপুরে পাঠিয়েছে।
নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো.নজরুল ইসলাম বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সবাই অসুস্থ্য থাকায় অপরাধির নাম পাওয়া যায়নি। তাদের ব্যাপারে বিস্তারিত খোজ খবর নেওয়া হচ্ছে।