নিজস্ব প্রতিবেদক : মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘বুধবার রাতে কমলাপুর রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় মো. রওশন মিয়া, মো. সোহাগ, মো. রাসেল, মো. বাবু, মো. হৃদয়, মো. ছোট বাবু, মো. সুমন হাওলাদার, বিজয় চন্দ্র, মো. সুমন, মো. ফয়সাল, মো. বিল্লাল হোসেন, মো. আবুল হোসেন, মো. আকাশ ভূঁইয়া, মো. ছালাম ও মো. রুবেল। তাদের কাছ থেকে চেতনানাশক তরল পদার্থ মিশ্রিত খেজুর ও বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।


