
ফের একবার বলিউডের আলো আঁধারি দিক নিয়ে বিস্ফোরক অভিনেত্রী মহিমা চৌধুরী। দার্জিলিংয়ে জন্ম এবং বড় হয়ে ওঠেন মহিমা। তারপরে মুম্বইয়ের অভিনয় জগতে পা দেন।
সুপারহিট সিনেমা ‘দিল কেয়া করে’ শুটিং করার সময় অভিনেত্রীর নাম জড়িয়েছিল অভিনেতা অজয় দেবগনের সঙ্গে। এরপর এ নিয়ে বহু জল ঘোলা হয়েছে। কিন্তু সেই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কাউকেই কিছু বলেন নি মহিমা।
কিন্তু সম্প্রতি সেই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী, “অজয়ের সঙ্গে আমার সম্পর্কের গুঞ্জনটা এক্কেবারেই ভুল। সেরকম কোনও বিষয়ই কোনওদিন ছিল না। বরং আমার গাড়ি দুর্ঘটনার পরে ও আমার পাশে দাঁড়িয়েছিল বন্ধুর মতো। পরিচালককে আমার বিষয়ে বুঝিয়েছিল।”
এই সাক্ষাৎকারে নায়িকা সাফ জানিয়েছেন, তার সঙ্গে অজয়ের বন্ধুত্বের সম্পর্ক থাকলেও প্রেমের সম্পর্ক গুজব মাত্র।
‘দিল কেয়া করে’ শুটিং-র শেষ দিনে বেঙ্গালুরুতে মহিমার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি সেই সময় অন্য একটি ছবির শুটিংয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। সেই কাজ শেষ করে ‘দিল কেয়া করে’-এর শুটিং-এ আসার কথা ছিল তার। সেই সিনেমাতেও অজয় দেবগন ছিলেন মূল চরিত্রে। দুর্ঘটনার পরে যখন তিনি শুটিং ফ্লোরে ফেরেন, তখনও তার মুখে ক্ষত ছিল। ফলে যাতে খারাপ দেখতে না লাগে, তাই ক্লোজ শট না নেওয়ার জন্য পরিচালককে অনুরোধ করেছিলেন। প্রথমে পরিচালক রাজি হলেও, শুটিং শুরু হওয়ার পরে বেঁকে বসেন। সেই সময় অজয় দেবগন তার অসুবিধার কথা বুঝতে পেরে পরিচালককে আবারও ক্লোজ শট না নেওয়ার জন্য পুণরায় অনুরোধ করেন। যা থেকে স্পষ্ট অজয় কতটা ভাল মানুষ। এমনকি তার চিকিৎসার জন্যও সেই সময় তাকে বহু সাহায্য করেছিলেন বলেও জানান মহিমা।