বিনোদন ডেস্ক : প্রকাশ পেয়েছে শিবে সিনেমার দ্বিতীয় গান ‘দরখাস্ত’। গানটিতে পোলিশ অভিনেত্রী এরিকা করের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে অজয়কে দেবগনকে।
ট্রেইলার দেখার পর পুরো অ্যাকশন-ড্রামা ঘরানার মনে হলেও এই গান প্রকাশের পর বোঝা যাচ্ছে সিনেমাটিতে রোমান্টিকতারও কমতি নেই।
অজয়-এরিকার রোমান্সের কারণে মুক্তির আগের থেকেই আলোচনায় এসেছে গানটি। ২৫ বছর অভিনয় ক্যারিয়ারে এর আগে খাকি সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চন, ওমকারা সিনেমায় কারিনা কাপুর এবং ইউ মি অউর হাম সিনেমায় কাজলের সঙ্গে চুমুর দৃশ্যে দেখা গেলেও এবারই প্রথম কোনো অভিনেত্রীর সঙ্গে লিপ লক করতে দেখা গেল অজয়কে।
‘দরখাস্ত’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান এবং অরিজিৎ সিং। গানটির সুর করেছেন মিথুন। বুলগেরিয়ার পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জায়গায় গানটির দৃশ্যধারনের কাজ হয়েছে। গানটিতে তা চমৎকারভাবে ফুটিয়ে তোলাও হয়েছে।
শিবে সিনেমাটি পরিচালনা করছেন অজয় দেবগন। দিওয়ালি উপলক্ষে ২৮ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : ‘দরখাস্ত’ গানটি