‘অতিরিক্ত কর আরোপের পথ থেকে অর্থমন্ত্রীকে সরে আসার আহ্বান’

সংসদ প্রতিবেদক : দুর্নীতি সহায়ক, অবিবেচক ও অতিরিক্ত কর আরোপের পথ থেকে অর্থমন্ত্রীকে সরে আসার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৭-২০১৮ সালের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনকালে তিনি এ আহ্বান জানান।

তাজুল ইসলাম বলেন, বাজেট বাস্তবায়নে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ থাকা প্রয়োজন। কিন্তু এখন আমরা তা দেখছি না। বাজেটের আয় অনেকটা মধ্যবিত্ত ও নিন্মবিত্তদের ওপর নির্ভর করছে। ব্যাংকে টাকা রাখা ও বিমানের টিকেট কাটার ওপর কর বাড়ানো হয়েছে। যারা বিদেশে টাকা পাচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বেশিরভাগ মানুষ এই বাজেটে খুশি হতে পারেনি। আবগারি শুল্ক আর ১৫ শতাংশ হারে ভ্যাট বাড়ানোর ইস্যুতে চাপা পড়ে গেছে বাজেটের আরো অনেক দিক। অতিরিক্ত ভ্যাটের কারণে অনেক কোম্পানি ও কল-কারখানা বন্ধ হয়ে যেতে পারে। বাড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।

তিনি বলেন, সুদ হার না কমানোই এক্ষেত্রে ভালো। দুর্নীতি সহায়ক, অবিবেচক এবং অতিরিক্ত কর আরোপের পথ থেকে অর্থমন্ত্রীকে সরে আসার আহ্বান জানান।

‘আমরা বিরোধী দলের নেতারা দেশের উন্নয়নে কাজ করতে চায়। কিন্তু বিরোধী দলের এমপিরা তাদের নির্বাচনী এলাকায় ঠিকমতো কাজ করতে পারছে না। তাই আমরা সরকারি দলর সহায়তা চাই। গণতন্ত্র ধ্বংসকারীদের খপ্পরে যেনো সরকারি দল না পড়ে’ বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ১ হাজার ৪৩টি পণ্য ভ্যাটের আওতার বাইরে রাখাকে আমি শুভঙ্করের ফাঁকি বলে মনে করি। এবারের বাজেটের অন্যতম দিক হলো অর্থমন্ত্রীর দৃষ্টি পড়েছে সাধারণ মানুষের ওপর। আবগারি শুল্ক নিয়ে প্যানিক তৈরি হয়েছে। এটা যদি আগেরটা বজায় রাখেন তাহলে জনমনে স্বস্তি ফিরে আসবে। জনগণের সঞ্চয়ের ওপরও অর্থমন্ত্রীর নজর পড়েছে। এর ওপর যেনো উনার কাঁচি না পড়ে সেজন্য দৃষ্টি আকর্ষণ করছি।

এ ছাড়া সংসদে প্রস্তাবিত বাজেট সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা পক্ষে ও বিপক্ষে বক্তব্য রাখেন।

আলোচনায় পাবনা থেকে নির্বাচিত শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে চ্যালেঞ্জ অনেক। যখনই তিনি দেশের উন্নয়নে কাজ করতে গেছেন তখনই তার সামনে নানা বাধা এসে দাঁড়িয়েছে। বিশেষ করে বিএনপি দেশের উন্নয়নে বারবার বাধা দিয়েছে। তার নিজেরা দেশের উন্নয়ন করেনি অন্যদেরও করতে দিতে চায় না। সব বাজেট যদি সফলভাবে বাস্তবায়ন করা যেত তাহলে দেশের অনেক উন্নয়ন আরো আগেই হতে পারত। চলতি বাজেটে কিছু সংশোধনী এনে বাজেট পাশ করা হলে দেশ সমৃদ্ধির পথে হাঁটবে বলে মনে করি।

দেশে কৃত্রিম খাদ্য সংকটের মিথ্যা গল্প ফাঁদা হচ্ছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দেশের কোথাও খাদ্য সংকট নেই। কোথাও খাবারের অভাবে মানুষ মারা গেছে বলেও কেউ শোনেনি। হাওরে এত বড় বিপর্যয় ঘটার পরও সরকারের পদক্ষেপের কারণে কোনো বিপর্যয় ঘটেনি। সরকার সব কিছু নিয়ে হাওরবাসীর পাশে দাঁড়িয়েছে। অথচ প্রতিদিন ইফতারের সময় মিথ্যাচার করা হচ্ছে। এসব ইফতারের অনুষ্ঠানে একদিন যদি চালের দাম ৪০ টাকা বলা হয়, পরের দিনই তা বলা হচ্ছে ৫০ টাকা, তারপর দিনই ৬০ টাকা। এভাবে মিথ্যাচারের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে একটি পক্ষ দেশে চালের দাম বাড়িয়ে চলছে। এ বাজেট দেশের উন্নয়নকে জোরদার করবে এবং আগামী সময় বাংলাদেশের মানুষের জন্য নির্দিষ্ট করবে।

ঝিনাইদহ-২ এর তাহজীব আলম সিদ্দিকী বলেন, বাজেট গণমুখী হয়েছে। সরকার এবার হতদরিদ্র ও দুর্বল মানুষের প্রতি অনেক সহানুভূতিশীল। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি নতুন দিগন্তে প্রবেশ করেছে। অর্থমন্ত্রীর মধ্যে আশ্চর্যজনক কিছু বিষয় আছে। তিনি সাহসী ও বড় প্রস্তাবিত বাজেট দিয়েছেন। কিন্তু কিছু সমালোচিত কাজ করে পুরো বিষয়ে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো করলেন। এটা তো সেনা শাসনের বাজেট নয়্ এটা একটি রাজনৈতিক দলের বাজেট। অর্থমন্ত্রীর মধ্যে জনগণের প্রতি সংবেদনশীলতার অভাব কেন আমার বোধগম্য নই। ব্যবসায়ীদের ভ্যাট কমানোর কথা বলে পরে না কমিয়ে তাদের হতাশ করা হয়েছে। এটার কোনো প্রয়োজন ছিল না। এবারের বাজেটে মধ্যবিত্তদের ওপর একটু বেশি চাপ দেওয়া হয়েছে। যা ভোটের রাজনীতির জন্য সুখকর নয়। গণতান্ত্রিক সরকারে অনড় অবস্থান বলে কিছু নেই। বাজেট বাস্তবায়নের চালকের আসনে যেখানে রয়েছেন শেখ হাসিনা সেখানে ১৬ কোটি যাত্রীর কোনো ভয় নেই বলে মনে করি।

ওয়ার্কাস পার্টির মোস্তফা লুৎফুল্লাহ বলেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি। সারা বছর কাজ না করে এক মাসে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। সাধারণ মানুষের পকেট কাটা হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু, বেগম সফুরা বেগম, শামসুল হক চৌধুরী প্রমুখ।