
নিজস্ব প্রতিবেদক : পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে এ বদলি করা হয়।
শুক্রবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
যাদের বদলি করা হয়েছ তারা হলেন- দক্ষিণ সুদান মিশন থেকে প্রত্যাগত নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, দারফুর-সুদান মিশন প্রত্যাগত পুলিশ হেডকোয়ার্টার্সের (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহাকে চট্টগ্রামের সীতাকুন্ডু সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানকে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবিরকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহা. হাফিজুর রহমানকে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে এসব কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।