অধিকার

ডাঃ মোঃ আল-আমীন,
নারী হয়ে জন্ম নিয়ে করেছি বুঝি পাপ,
মানুষ হইতে পারলাম না সমাজের চাপ।
সমাজ মোদের করে নিন্দা
বলে কটু কথা,
সমাজ মোদের করে বুঝি বড় অবহেলা।
কলি হয়ে ঝরে গেলাম
ফুটিবার আগে,
সময় দিলনা মরে একটু দাড়াইতে,
চোখ থাকিতে অন্ধ মোরা চোখে দেখিনা।
এই সমাজে বেড়ে চলে শুধুই মুর্খোতা
শিক্ষা যদি থাকত রে ভাই
তবে এমন হতো না ।
জ্ঞানের আলো মোদের মাঝে
একটু রইল না
এই সমাজের মানুষ গুলোর
মরে গেছে মনুষ্যত্ব ও বিবেক,
বেঁচে আছে কিছু নিন্দা
সাথে কিছু আবেগ।