অধিগ্রহণকৃত জমির প্রাপ্য টাকা দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় নদী ভাঙন রোধ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও অধিগ্রহণকৃত জমির প্রাপ্য টাকা দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নদী শাসন বাস্তবায়ন আন্দোলন কমিটির ব্যানারে মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বলেশ্বর নদী তীরবর্তী সাউথখালীর গাবতলায় বেড়িবাঁধের এক কিলোমিটার এলাকা জুড়ে মানবপ্রাচীর গড়ে তোলে আন্দোলকারীরা। মানবপ্রাচীরে শরণখোলার বেড়িবাঁধসংলগ্ন বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বক্তব্য দেন আন্দোলন কমিটির আহ্বায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আকন আলমগীর, মুক্তিযোদ্ধা আ. রউফ মল্লিক, প্রাক্তন ভাইস চেয়ারম্যান রিনা আক্তার সাগর, যুবলীগ নেতা আবুল হোসেন নান্টু, প্রধান সমন্বয়ক নজরুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা বলেন, আজকের টেকসই বেড়িবাঁধ শরণখোলাবাসীর দীর্ঘ আন্দোলনের ফসল। ঘূর্ণিঝড় সিডরের পর থেকে এলাকার মানুষ সরকারের কাছে টেকসই বাঁধের দাবি জানিয়ে আসছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে এ বছর টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু নদী শাসন না করেই সেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ শরণখোলাবাসীর সঙ্গে প্রতারণার শামিল।

তারা আরো বলেন, নদী শাসন না করায় কাজ চলার মধ্যেই বাঁধের অনেকাংশ ধসে নদী গর্ভে বিলীন হচ্ছে। এতে এলাবাসীর মধ্যে হতাশা ও আতঙ্ক দেখা দিয়েছে। এখন এলাকাবাসীর একটাই দাবি তারা ত্রাণ চায় না ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা মিটিয়ে এবং ভাঙন রোধ করে এলাকায় ব্লক ডাম্পিং এর মাধ্যমে নদী শাসন করা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের মুখে বাঁধ নির্মাণ কাজ প্রতিহত করা হবে।