
ক্রীড়া প্রতিবেদক : আর মাত্র এক ম্যাচ। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলবেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির পর টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কে? ক্রিকেট পাড়ায় এ প্রশ্ন উঠেছে বেশ জোরেশোরেই।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এরই মধ্যে একাধিক গণমাধ্যমে সাকিব আল হাসানকে অধিনায়ক নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন। নতুন অধিনায়ক নির্বাচন হবে বোর্ড সভার পর। শ্রীলঙ্কা সিরিজ শেষে বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই অধিনায়ক নিয়ে ভাবছে না বোর্ড। হাতে সময় থাকায় ভেবেচিন্তে টি-টোয়েন্টির নতুন নির্বাচন করা হবে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।
‘অধিনায়কের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী বোর্ড মিটিংয়ে করবে। সাম্প্রতিক সময়ে কোনো টি-টোয়েন্টি খেলা নেই। জুলাই-আগস্টে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগে আমাদের টি-টোয়েন্টি খেলা নেই। এ কারণে সময় নিয়ে অধিনায়ক নির্বাচন করা সম্ভব।’
বোর্ডের শীর্ষ কথা জানান, নতুন অধিনায়ক নির্বাচনে জানতে চাওয়া হবে মাশরাফির মত। মাশরাফির পরামর্শ গুরুত্ব দিবে বোর্ড। তার ভাষ্য, ‘অধিনায়কের বিষয়ে আমরা অবশ্যই মাশরাফির সঙ্গে আলোচনা করব। সে যেহেতু দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমরা তার সিদ্ধান্তকেও গুরুত্বের সঙ্গে দেখব।’
২৭ ম্যাচে মাশরাফি বাংলাদেশকে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। রেকর্ড ৯টি জয়ও এসেছে তার হাত ধরে। অন্যদিকে মুশফিকুর রহিম ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮টিতে জয় তুলে নিয়েছেন, হেরেছেন ১৪টিতে। সাকিব আল হাসান ৪ ম্যাচের ৪টিতেই হেরেছেন।