
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর জলঢাকা আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলমের ছেলে রাকিন তাজওয়ার ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে মেধা তালিকায় জলঢাকা উপজেলায় ২য় স্থান অধিকার করেছে। এছাড়াও সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে বাবা মায়ের মুখ উজ্জল করে। সে জলঢাকা মাধ্যমিক স্কুল ( ব্রাক) থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। রাকিন তাজওয়ার বড় হয়ে বিজ্ঞানী হতে চায়। তার মা ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক মাহফুজা বেগম ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তাকে বিজ্ঞানী করে দেশের সেবা করার সুযোগ দেয়।