আল-আমীন ঃ মেহেরপুরের মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক মোরাদ হোসেনের উপর হামলাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার বিকালে মেহেরপুর কোর্টের আইনজীবি শাহিনুর রহমান সদর উপজেলার চকশ্যামনগর নামক স্থানে মুজিবনগর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোরাদ হোসেনের উপর তার ক্যাডাররা সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করে। এ হামলার প্রতিবাদ ও অ্যাডভোকেট শাহিনুর রহমানকে গ্রেফতারের দাবী জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী,অধ্যাপক রফিকুর রশিদ রিজভী, অধ্যাপক মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ,উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সৈয়দ জাকির হোসেন,অধ্যাপক সালাউদ্দীন আহমেদ সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।