অধ্যাপক শফিউল হত্যার দুই বছরেও বিচার শুরু হয়নি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যার দুই বছর পার হলেও বিচার শুরু হয়নি।

২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে খুন হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন। পরের দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে নাসরিন আখতার রেশমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শফিউল হত্যার এক বছর পর ২০১৫ সালের ২৫ নভেম্বর ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক। অভিযোগপত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আখতার রেশমার সঙ্গে শিক্ষক শফিউল ইসলামের দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়। হত্যার পর ফেসবুকে হত্যার দায় স্বীকার করে আনসার আল ইসলাম বাংলাদেশের স্ট্যাটাসের সত্যতা পাওয়া যায়নি তদন্তে। ওই বছর ১২ ডিসেম্বর রাজশাহী মেট্রোপলিটন আদালত  অভিযোগপত্র গ্রহণ করেন। পরে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। কিন্তু এখনো বিচার শুরু হয়নি।

অভিযোগপত্রে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, আব্দুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক, সিরাজুল ইসলাম, সবুজ, আল মামুন, আরিফ, সাগর, জিন্নাত আলী, ইব্রাহিম খলিল ও নাসরিন আখতার রেশমাকে আসামি করা হয়। তারা সবাই গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুস সালাম বলেন, এই মামলায় অভিযোগপত্রভুক্ত যুবদল নেতা উজ্জ্বলসহ ১১ আসামিই উচ্চ আদালত থেকে জামিনে আছেন। মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী শুনানিতে অভিযোগ গঠন করা হবে বলেও জানান তিনি।

এ হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও যোগ দেন।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম বলেন, দুই বছর আগে তারা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, আজ আবার একই দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমুখ।