নিজস্ব প্রতিবেদক: সাবেক ছাত্রলীগ(নিষিদ্ধ ছাত্র সংগঠন ) নেতা মাহফুজুর রহমান (হাসান)। ছাত্র জীবন থেকেই সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। সাবেক কৃষি মন্ত্রী ড. আ. রাজ্জাকের আত্মীয় পরিচয় দিয়ে ক্ষমতাকে ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠান সব ক্ষেত্রেই করতেন নানা অনিয়ম। এরমধ্যে ২০২২ সালের বিগত ফ্যাসিস্ট সরকার এর ছত্রছায়ায় আশুলিয়ায় প্রতিষ্ঠা করেন- ‘টাঙ্গাইল গার্লস ক্যাডেট অ্যান্ড কলেজ’। স্থানীয় এক যুবলীগ নেতাকে করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি। সম্প্রতি হাসিনা সরকারের পতন পর সন্ত্রাসী দুর্নীতিবাজ এবং এলাকার ত্রাস মাহফুজুর রহমান (হাসান) বিএনপির সাথে এর আঁতাতের জন্য দৌড়ঝাপ শুরু করেন ।
অভিযোগ আছে, কাগজে কলমে গার্লস স্কুল হলেও সেখানে রয়েছে বয়েজ শাখা। এতে গার্লস স্কুলের কোন কার্যকম চোখে পড়ে না। এছাড়া প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষকদের বেতন বকেয়া, নারী শিক্ষকদের বাজে প্রস্তাবসহ তার বিরুদ্ধে রয়েছে আরো বহু অভিযোগ। বকেয়া বেতন চাইতে গিয়ে হয়রানির শিকারও হয়েছেন অনেক শিক্ষক। প্রতি বছর ভর্তি পূর্বে অর্ধ শতাধিক শিক্ষক নিয়োগ দেয় এবং ভর্তি সময় শেষ হয়ে গেলে তাদের বেতন না দিয়ে বের করে দেওয়া হয়। আর এভাবেই শিক্ষকদের ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন।
শিক্ষার্থীরে অভিভাবকদেরও অভিযোগ, এটা জনবহুল গার্মেন্টস এরিয়া হওয়ায় এখানকার অধিকাংশ শিক্ষার্থীর গার্ডিয়ান পোশাকশ্রমিক। তাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে করতেন খারাপ আচরণ এবং ছাত্রীদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধ সম্পর্ক তৈরি করতে । এমনকি এ কিন্ডারগার্টেনের কোনো শিক্ষার্থী অন্য কোথাও স্কুলে চলে গেলে তাদের বিভিন্ন হিসাবখাত দেখিয়ে তাদের রেজিষ্ট্রেশন কার্ড আটকে রাখেন, যেনো কোনভাবে অন্য স্কুলে গিয়ে পড়তে না পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, মাহফুজুর রহমান (হাসান) শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এখানে কর্মরত শিক্ষকদের সঙ্গে নানা অসদাচারণ করে আসছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা পরিচয় দেওয়ায় কেউ প্রতিবাদ করার সহস পেতো না। এমনকি বেতন-ভাতা চাইতে গেলেও করতেন বাজে আচরণ। নারী শিক্ষকদের দিতেন নানা আপত্তিকর প্রস্তাব।
তিনি আশুলিয়া পরিচয় দিতেন প্রধান শিক্ষক এবং তার গ্রামে বানিয়াজান, ধনবাড়ি, টাঙ্গাইল এ পরিচয় দিতেন রাজনৈতিক নেতা হিসেবে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিপক্ষে সরকারের হয়ে মাঠে ছিলেন তার নিজ এলাকায়।
এসব বিষয়ে জানতে মাহফুজুর রহমান হাসানের মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।