অনুপ্রবেশকারীর টার্গেট কি ট্রাম্প ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ সুরক্ষিত ভবন হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবাসিক কার্যালয় হোয়াইট হাউস।

শুক্রবার রাতে সেই ভবনের বেড়া পেরিয়ে ঢুকে পড়লেন এক অবৈধ অনুপ্রবেশকারী। রাত ১১টা ৩০ মিনিটে হোয়াইট হাউসে সাইথ গ্রাউন্ড চত্বরে ঢুকে পড়া এই অনুপ্রবেশকারীর টার্গেটে কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন? না কি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল

যেসব সময় সাউথ গ্রাউন্ডে এই পুরুষ অনুপ্রবেশকারী ঢুকে পড়েন, তখন হোয়াইট হাউসের ভেতরে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তার পেছন পাশে একটি ব্যাগ ছিল। তবে ব্যাগ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। লোকটির সঙ্গেও কোনো অস্ত্র ছিল না বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

কোন উদ্দেশ্যে অনুপ্রবেশকারী হোয়াইট হাউসে প্রবেশ করেন, তা এখনো প্রকাশ্যে আসেনি। হোয়াইট হাউসের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে।

আদালতে দাখিল করা অনুপ্রবেশকারীর পরিচয়ে বলা হয়েছে, তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। নাম জোনাথন ট্রান, বয়স ২৬ বছর।

ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের এক মুখপাত্র জানিয়েছেন, বিনা বন্ডে জোনাথন ট্রানকে হেফাজতে রাখতে বলা হয়েছে। সোমবার তাকে ফেডারেল আদালতে তোলা হবে। দোষী সাব্যস্ত হলে তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।

অনুপ্রবেশকারীকে ধরে ফেলায় সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘সিক্রেট সার্ভিস চমৎকার একটি কাজ করেছে।’ শনিবার বিকেলে ওয়াশিংটনের বাইরে তার গলফ কোর্সে মন্ত্রিসভার কয়েকজন সদস্যের উপস্থিতিতে এ বিষয়ে ট্রাম্প আরো বলেন, ‘লোকটি ছিল সমস্যাগ্রস্ত।’

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র বিল মিলার বলেছেন, ‘ভয়ংকর অস্ত্র নিয়ে হোয়াইট হাউস চত্বরে প্রবেশ বা অবস্থান নেওয়ার জন্য অভিযুক্ত হতে পারেন ট্রান। এতে তার ১০ বছরের জেল হতে পারে।’

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বারাক ওবামার আমলে এক সেনা কর্মকর্তা ছুরি নিয়ে হোয়াইট হাউসের বেড়া টপকে ঢুকে পড়েন। তিনি হোয়াইস হাউসের দরজা পর্যন্ত চলে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে আটকাতে সমর্থ হয় সিক্রেট সার্ভিস।

২০১৫ সালের নভেম্বর মাসে আমেরিকা পতাকা পরে এক ব্যক্তি হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার চেষ্টা করেন। তিনিও গ্রেপ্তার হন। ২০১৬ সালের এপ্রিল মাসে অনুপ্রবেশে চেষ্টাকারী এক ব্যক্তি হোয়াইট হাউস চত্বরে একটি ব্যাগ ছুড়ে দেন। এ ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করে নিরাপত্তাকর্মীরা।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।