অনুমতি ছাড়াই অবৈধ ব্যবসা করছেন আজিজ

জেলা প্রতিনিধি: লক্ষীপুর সদর উপজেলার ২০ নং চর রমণী মোহন ইউনিয়নের মজু চৌধুরীহাটের ঘাটের পশ্চিমে সরকারি খালের উপরে  বালুর গদি বানিয়ে অবৈধ ব্যবসা করে যাচ্ছেন আজিজ
সংবাদ সংগ্রহের জানা যায়, যে দীর্ঘদিন থেকে বলে আসছেন পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ প্রাপ্ত  জায়গা, আজিজ নিজেকে জমির মালিক বলে দাবী করেন     স্থানীয়ভাবে জানা যায় যে উনি আওয়ামী লীগ
এর  প্রভাবশালী একজন নেতা উনার নামে  মামলা রয়েছে
অন্যদিকে আইডব্লিউটি এর  পোর্ড অফিসার সরকারি গেজেট অনুযায়ী  নদীর কুল থেকে উপরে ১৫০ ফুট বিআইডব্লিউটি বন্দর কৃতপক্ষ মালিক দাবি করেন    এবং আজিজ বালুর গদির বিআইডব্লিউটিএর অনুমতি ছাড়াই বলগেট এবং ড্রেজার ব্যবসার কাজে ব্যবহার করে যাচ্ছেন উনি এছাড়াও ওনার স্থানীয় প্রভাব দিয়ে ভালু মহলের রাস্তা না ব্যবহার করে বিআইডব্লিউটিএরপার্কিং মাটের উপর দিয়ে ঠাম ট্রাক চালিয়ে বালু বিক্রি করেন এতে করে ফেরির  গাড়ি উঠতে এবং নামতে এক্সিডেন্টের আশঙ্কা থাকে  উনি স্থানীয় গণ্যমান্য কাউকে কর্ণপাত করেন না বিআইডব্লিউটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণপ্রশাসনের সুদৃষ্টি কামনা করেন প্রশাসনিকভাবে আইনের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারের দাবি